দেশজুড়ে কৃষি আইন বাতিলের বিক্ষোভের মধ্যে উত্তর প্রদেশে গাড়িচাপায় চার কৃষকসহ আটজন নিহতের ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে ভারতে। হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে।
এনডিটিভি জানায়, এ ঘটনায় অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে মামলা করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, লাখিমপুর খেরিতে রোববার (৩ অক্টোবর) বিক্ষোভ চলাকালীন মন্ত্রীর গাড়িবহরের তিনটি গাড়ি আন্দোলনরত কৃষকদের চাপা দেয়।
যদিও এই অভিযোগ অস্বীকার করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। ছেলে আশিস মিশ্র সে সময় তার সঙ্গে উপমুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দাবি করছেন তিনি।
সম্প্রতি ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে এক বেফাঁস মন্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটি ১০-১৫ জনের আন্দোলন। বিক্ষোভ বন্ধ করে এদের লাইনে দাঁড় করিয়ে রাখতে মাত্র দুই মিনিট সময় লাগবে।”
এর প্রতিক্রিয়ায় রোববার কৃষকরা উত্তর প্রদেশে মন্ত্রীদের আগমন ঠেকাতে হেলিপ্যাড ঘেরাও করার পরিকল্পনা করেন। ঘেরাও শেষে ফেরার পথে তিনটি গাড়ি কৃষকদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে এক কৃষক মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর বাকিদের মৃত্যু হয়। কৃষক ইউনিয়নের নেতা ডা. দর্শন পাল দাবি করেন, এ সময় মন্ত্রীর ছেলে গাড়িতে ছিলেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
ঘটনার পর রাজ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কৃষক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সহিংসতা বন্ধে জারি হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





































