• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জ্বিলহজ্জ ১৪৪৬

ভারতে ৩ রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪৩ পিএম
ভারতে ৩ রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে রবিবার বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন।

এদের মধ্যে জয়পুরে আম্বর দুর্গের ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বজ্রাঘাতে উত্তরপ্রদেশে ৪১, রাজস্থানে ২০ ও মধ্যপ্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে।

শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দান করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এই টুইটে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বজ্রাঘাতে মৃত্যুর এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!