• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ভারতে ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্য বৃদ্ধি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৩:০১ পিএম
ভারতে ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্য বৃদ্ধি

ভারতে বর্তমানে জ্বালানির তেলের বাজার অস্থিতিশীল। দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে গত ১০ দিনে ৯ বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।

ভারতে সবশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বৃহস্পতিবার। এদিন পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয় ৮০ পয়সা। গত ১০ দিনে প্রতি লিটার পেট্রল ও ডিজেলে দাম বেড়েছে ৬ রুপি ৪০ পয়সা।

এনডিটিভি বলছে, রাজ্যের চাপানো করের কারণে  রাজ্যগুলোতে জ্বালানির দাম ভিন্ন।

কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম পৌঁছেছে ১১১.৩৫ রুপিতে। আর প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.২২ রুপি। 

তবে দিল্লিতে এক লিটার পেট্রলের দাম এখন ১০১.৮১ রুপি, ডিজেল ৯৩.০৭ রুপি। মুম্বাইতে এক লিটার ডিজেলের দাম সেখানে ১০০.৯৪ রুপি, পেট্রল ১১৬.৭২ রুপি। আর চেন্নাইতে এক লিটার পেট্রল ১০৭.৪৫ রুপি।

এদিকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ দায়ী। 

গত বছরের ৪ নভেম্বর শেষবার ভারতে তেলের দাম বাড়ে। এরপর গত ২২ মার্চ ফের পুনর্বিবেচনা করে বাড়ানো হয় জ্বালানির দাম। তারপর থেকে দাম বাড়ছে প্রতিদিন।

Link copied!