• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারতে গরুকে জাতীয় পশু করার দাবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:২২ পিএম
ভারতে গরুকে জাতীয় পশু করার দাবি

জাতীয় পশুর স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভারতের মৌলিক অধিকার রক্ষা করা উচিত বলে মনে করছে এলাহাবাদ হাইকোর্ট। উত্তর প্রদেশের এই আদালতে গো-রক্ষকদের এক মামলার রায়ে এমন মন্তব্য করেন বিচারক।

বিচারক শেখর যাদব বলেন, “বেদ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থে গরুর গুরুত্ব তুলে ধরা হয়েছে। গরু ভারতের সংস্কৃতির পরিচয় বহন করে।”

এছাড়া এলাহাবাদ হাইকোর্ট জানান, ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো গরু। তাই গরুর মৌলিক অধিকার আদায়ের জন্য সরকারের আইন প্রণয়ন করা উচিত। যাঁরা গরুর ক্ষতি করবেন, তাঁদের শাস্তি আওতায় আনতে হবে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গরু চুরি, হত্যা ও গরুর মাংস রাখার দায়ে জাভেদ (৫৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক শেখর যাদব। অভিযুক্ত জাভেদ সামাজিক সম্প্রীতি নষ্ট করছেন বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে হাইকোর্ট জানান, শুধু হিন্দুরাই নয়, ভারতের মুসলিম শাসকরাও গরুর গুরুত্ব বুঝতে পেরেছিলেন। উদাহরণস্বরূপ সম্রাট বাবর, হুমায়ুন ও আকবরের ধর্মীয় অনুষ্ঠানে গো-হত্যার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা উল্লেখ করা হয়।

Link copied!