• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

‘ব্লুটুথ স্যান্ডেল’ নিয়ে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:১৮ পিএম
‘ব্লুটুথ স্যান্ডেল’ নিয়ে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা

পরীক্ষায় পাস করতে প্রতারণা বা নকলের আশ্রয় নেন অনেক ছাত্র। আর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতেও অনেকেই অসৎ উপায় অবলম্বন করেন। তেমনি ভারতে অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নিয়ে চাকরির পরীক্ষায় অংশ নিতে গিয়ে আট হল একটি সংঘবদ্ধ চক্র।

রাজস্থান রাজ্যে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির কাছ থেকে উদ্ধার করা হয়েছে নকল করার জন্য ব্যবহৃত বিশেষ প্রযুক্তির ‘ব্লুটুথ স্যান্ডেল’।

মূলত স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় বসানো হয়েছিল মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ব্লুটুথ ডিভাইস। প্রতারণা চক্রটি এই বিশেষ প্রযুক্তির আশ্রয় নিয়েই গড়ে উঠেছে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানায়, রোববার (২৬ সেপ্টেম্বর) রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার পদের জন্য পরীক্ষা দিয়েছেন প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী। এই চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে অনেকেই প্রতারণার আশ্রয় নেন। 

পুলিশ জানায়, পরীক্ষার হলে নকল করার সময় হাতেনাতে আটক একজনের দেওয়া সুত্র অনুসরণ করেই চক্রটিকে ধরতে সফল হয় তারা। মূলত নকলবাজ শিক্ষার্থীদের কাছ থেকে দুই লাখ রুপিতে এই বিশেষ স্যান্ডেল বিক্রি করত তারা।

স্যান্ডেলটির ভেতরে বসানো ছিল একটি ক্ষুদ্র মোবাইল ও ব্লুটুথ ডিভাইস। সেই ডিভাইস থেকে পরীক্ষার্থীর কানে যুক্ত হেডফোনে ব্লুটুথের মাধ্যমে যোগাযোগ করত অপর প্রান্তে থাকা নকল সরবরাহকারী।

রাজ্যের বাকি পরীক্ষাকেন্দ্রগুলোকে এই প্রযুক্তির ব্যাপারে সতর্ক করেছে পুলিশ। একইসঙ্গে পরীক্ষার পরবর্তী ধাপে কেউ স্যান্ডেল, জুতা বা মোজা নিয়ে হলে প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!