ব্রাজিলে প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সরকারের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে।
করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে গত মাসে ব্রাজিলে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতায় সংসদীয় তদন্তের দাবি করছেন বিক্ষোভকারীরা।
বিবিসি জানায়, করোনার টিকা নিয়ে দুর্নীতি, দেরিতে টিকা সরবরাহ, হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অকার্যকর ওষুধের ব্যবহারে উৎসাহিত করা, স্বাস্থ্যবিধি আরোপ না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে।
রিও ডি জেনেইরোসহ বিভিন্ন শহরে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। সাও পাওলো, বেলেম, রেসিফাই, মাসিও শহরেও বলসোনারোর অভিশংসন দাবি করে মিছিল হয়েছে।