ভারতের ছয়জন মেয়েশিশুকে নগ্ন করে সারা এলাকা ঘুরিয়েছেন গ্রামবাসী। বিবিসি জানায়, বৃষ্টির জন্য প্রার্থনার অংশ হিসেবে এই কাণ্ড ঘটান তারা।
মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের খরাপীড়িত গ্রামে এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে এ ঘটনা। দামোর জেলা প্রশাসক এস কৃষ্ণ চৈতন্য জানান, এ ঘটনায় শিশুদের বাড়ির লোকজনও জড়িত ছিলেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অল্পবয়সী মেয়েরা মেয়েরা কাঠের গুঁড়ি কাঁধে নিয়ে বিবস্ত্র হয়ে হাঁটছে। গুঁড়ি সঙ্গে একটি ব্যাঙও বাঁধা ছিল। তাদের পাশে ধর্মীয় গীত গাইছিলেন এক দল নারী।
স্থানীয়দের বিশ্বাস, এই আয়োজনে বৃষ্টি দেবতা তুষ্ট হয়ে এ অঞ্চলে বৃষ্টি আনবেন। ভারতের শিশু অধিকারবিষয়ক সংস্থা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস দমোহ জেলার প্রশাসনকে এ ঘটনার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”