• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:৩৬ এএম
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬৬৭ জনে।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনায় মারা গেছেন ৪৬ লাখ ২৯ হাজার ৭২৪ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনা সর্বশেষ অবস্থায় এই তথ্য জানায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটার আরও জানায়, করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত ২০ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৫৬৫ জন।

বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত ও মৃতদের তালিকায় দেশগুলোর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৯৮৯ জনের।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৬২ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৬ লাখ ১ হাজার ৯৮৫ জন।

Link copied!