করোনা মহামারি রোধে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচী চলছে। এর মধ্যেই কমে এসেছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমিত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৩৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৫৩ জনের।
শনিবার (১৬ অক্টোবর) ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানের তথ্য মতে, শুক্রবার (১৫ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৩৪৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৫৩ জনের। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৯২ হাজার ৮১০ জন।
সেই অনুযায়ী এখন পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার ৩৭৬ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪৯ লাখ ৪ হাজার ৬৪৫ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।
এছাড়াও যুক্তরাজ্যে নতুন রোগী ৪৪ হাজার ৯৩২ ও মৃত্যু হয়েছে ১৪৫ জনের। রাশিয়ায় নতুন রোগী ৩২ হাজার ১৯৬ ও মৃত্যু ৯৯৮ জনের। তুরস্কে নতুন আক্রান্ত ৩০ হাজার ৬৯৪ এবং মৃত্যু হয়েছে ১৮১ জনের।
ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩ জন এবং মৃতের সংখ্যা ১৬৩ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ৫২৬ জন।
এছাড়াও মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৭৮৯ জন।