বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ১১:০৩ এএম
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনায় মৃত্যু

করোনাভাইরাস মহামারির ধাক্কা এখনো সামলে ওঠেনি বিশ্ব। দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণের শঙ্কা তো রয়েছেই। টিকা কার্যক্রম চলমান রয়েছে। তবু যেন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত আরও বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৮৭ জন এবং শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জন।

এই নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ২৫৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ২৫৫।

বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৮৪২ জনের।

এরপরই ভারতের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ জনের।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৭২৬ জনের।

এছাড়া যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমণ ৮৮ লাখ ৯৭ হাজার ১৪৯ জন এবং মৃত্যু ১ লাখ ৪০ হাজার ৪১ জন, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৫২ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৮৯৮ জন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!