বিশ্বজুড়ে পেগাসাস-কাণ্ডের রেশ এবার দেখা যাচ্ছে ভারতের রাজনীতিতে। সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছে কি না, বিরোধী দলগুলোর এমন প্রশ্নের বাণে জর্জরিত হচ্ছে বিজেপি সরকার।
এদিকে সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব না দেওয়ায় কংগ্রেস দাবি করছে, পেগাসাস প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে সরকার। অনেক কিছু লুকোচ্ছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার পেগাসাস নিয়ে আলোচনা বসার আহ্বান জানিয়েছে কংগ্রেস নেতারা। কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভির প্রশ্ন, “কেন আপনারা (বিজেপি) পেগাসাস প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন?”
“বিরোধীরা সাধারণ প্রশ্ন করেছিলেন, সরকার কি পেগাসাস সফটওয়্যার এনেছিল? যেটার উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। এই সাধারণ প্রশ্নেরই উত্তর দিচ্ছে না সরকার।”
ভারতের পার্লামেন্টের সর্বশেষ অধিবেশনে দুই কক্ষেই তোলপাড় হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে। বিরোধীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় বসতে চাইলেও এড়িয়ে যাচ্ছে সরকারপক্ষ।
বিজেপি সরকারের দাবি, কোনোভাবেই কারও ফোনে আড়ি পাতেনি তারা। তবে এই ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছেন বিরোধীরা।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





































