• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার জান্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১২:২৫ পিএম
বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার জান্তার

মিয়ানমারের সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছে সামরিক সরকার। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ছয় মাস পর আবারও নির্বাচন দেওয়ার কথা বলেছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

যদিও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানলে দেওয়া ভাষণে নির্বাচনের কোনো সময়সীমা উল্লেখ করেননি সামরিক শাসক মিন। তবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানের বিশেষ দূতের সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সেনা সরকার কাজ করতে প্রস্তুত আছে বলে জানান তিনি।

মিন অং হ্লাইং বলেন, “গণতন্ত্র ও সংবিধানের ভিত্তিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার নিশ্চয়তা দিচ্ছি আমি। এ বিষয়ে আসিয়ানের বিশেষ দূতের সঙ্গেও কাজ করতে প্রস্তুত আমরা।”

গার্ডিয়ান জানায়, সোমবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে মিয়ানমারের জন্য বিশেষ দূতের নিয়োগ চূড়ান্ত করবেন কূটনীতিকরা। মূলত জান্তা সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা-সমঝোতার চেষ্টা চলাবেন আসিয়ানের দূত।

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে স্টেট কাউন্সেলর অং সান সু চিকে আটক করে সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। ছয় মাস ধরে দেশটিতে সেনাশাসনবিরোধী আন্দোলন চলছে। এ পর্যন্ত বিভিন্ন বিক্ষোভ আর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Link copied!