• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বরিস জনসনের মায়ের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:২৪ এএম
বরিস জনসনের মায়ের মৃত্যু

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাজধানী লন্ডনের এক হাসপাতালে ৭৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

পারিবারিক বিবৃতিতে বলা হয়, হঠাৎ করেই লন্ডনে পরলোক গমন করেন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী শার্লট জনসন। ডেইলি টেলিগ্রাফের বরাতে এই খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

বিভিন্ন সাক্ষাৎকারে মাকে পরিবারের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী বরিস। ২০১৯ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলনে জনসন বলেন, “মা আমাকে পৃথিবীর প্রতিটি মানুষকে সমান ‘গুরুত্ব’, ‘মর্যাদা’, ‘মূল্য’ দিতে শিখিয়েছেন।”

১৯৪২ সালে জন্মগ্রহণ করেন শার্লট জনসন। ৭০-এর দশকে ইউরোপীয় মানবাধিকার কমিশনের সভাপতি ছিলেন তার বাবা ব্যারিস্টার স্যার জেমস ফাউসেট।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করে স্ট্যানলি জনসনের সাঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ১৯৬৩ সালে বিয়ে করেন এই দম্পতি। পরে আবারও নিজ দেশ যুক্তরাজ্যে ফিরে আসেন তারা।

Link copied!