• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফ্রান্সে সার্কাস ও বাসাবাড়িতে বন্যপ্রাণী রাখা নিষিদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০২:০৪ পিএম
ফ্রান্সে সার্কাস ও বাসাবাড়িতে বন্যপ্রাণী রাখা নিষিদ্ধ

বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইউরোপের দেশ ফ্রান্স। বাঘ, সিংহ, ভালুকের মতো বন্যপশু বা পাখি কেনাবেঁচা ও সার্কাসেও ব্যবহার করা বন্ধে যুগান্তকারী আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট।

নতুন আইনে বাড়িতে পশু-পাখি রাখার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। এমনকি বাড়িতে পোষা প্রাণীদের ওপর অত্যাচার করলে থাকছে কঠোর শাস্তির বিধান।

পোষা প্রাণীকে নির্যাতন করলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। সর্বোচ্চ ৭৫ হাজার ইউরো জরিমানাও হতে পারে।

সার্কাসে বাঘ-সিংহের খেলা দেখানোর জন্য ফ্রান্স বিশ্ববিখ্যাত। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও সার্কাস দেখানোরও ব্যবস্থা ছিল এতদিন।

ধনী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত চিড়িয়াখানাতেও বাঘ-সিংহ পুষতে পারতেন। তবে নতুন আইনে নিষিদ্ধ হয়েছে এই সব কিছু।

এমনকি গৃহপালিত প্রাণী কিনতেও আবেদন করে অন্তত সাত দিন অপেক্ষা করতে হবে। দীর্ঘদিন ধরেই দেশটির পশুপ্রেমীরা এ আইনের জন্য লড়াই করছেন।

এএফপি ও ডয়চে ভেলে জানায়, ২০২০ সাল থেকেই নতুন আইন নিয়ে বিতর্ক চলছিল পার্লামেন্টে। তবে এখনই এটি কার্যকর হচ্ছে না। সার্কাসসহ অন্যান্য পেশায় জড়িতদের পুনর্বাসনের জন্য আগামী কয়েকবছর ধরে ধাপে ধাপে এ আইন প্রয়োগ হবে।

Link copied!