• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

প্রথম প্রাদেশিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:৪৯ এএম
প্রথম প্রাদেশিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান

আফগানিস্তানের অন্যতম প্রধান শহর লস্করগাহ দখলে জোর চেষ্টা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিবিসি।

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থলযুদ্ধে তালেবানকে রুখতে হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। এরই মধ্যে স্থানীয় একটি টেলিভিশন ভবন দখলের দাবি করছে তালেবান। 

এ ছাড়া নানগরহর প্রদেশেও অভিযান জোরদার করেছে তালেবান। প্রদেশের কেন্দ্রীয় এলাকাগুলোও তালেবানদের দখলে চলে এসেছে। প্রাদেশিক গভর্নরের ভবন ও পুলিশ সদর দপ্তরের কাছেও অবস্থান নিয়েছে বিদ্রোহীরা।

এদিকে পাকিস্তানের সীমান্তবর্তী কান্দাহার শহরে তালেবানের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলকভাবে বেসামরিক নাগরিক হত্যার’ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হত্যাকাণ্ডে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে হত্যা করেছে। সোমবার ওয়াশিংটন ও লন্ডনের দূতাবাস পৃথক টুইটে একে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করে।

লস্করগাহের পতন হলে ২০১৬ সালের পর প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল নেবে তালেবান। এ ছাড়া আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল নিতে লড়াই করছে বিদ্রোহীরা।

দুই দশক সামরিক অভিযানের পর সম্প্রতি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দেশটিতে তালেবানের আধিপত্য বাড়ে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!