• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

পেরুতে ছয়শ ফুট খাঁদে বাস, ১৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:১৮ পিএম
পেরুতে ছয়শ ফুট খাঁদে বাস, ১৬ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাঁদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স জানায়, অপুরিমাক অঞ্চলে একটি তামার খনির কাছে এমএমজি লিমিটেডের বাসটি দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে কোটাবাম্বাস প্রদেশের একটি পাহাড়ি সড়ক থেকে খাঁদে পড়ে যায় খনি শ্রমিকদের বহনকারী বাসটি। 

এতে ঘটনাস্থলেই ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় দুইজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে কর্তৃপক্ষ।

বিশ্বের দ্বিতীয় তামা উৎপাদক দেশ পেরু। দেশটির সর্ববৃহৎ তামার খনি কোটাবাম্বাস প্রদেশে অবস্থিত। 

দেশটির পাহাড়ি অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। ২০১৬ সালের পরিসংখ্যান মতে, পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৬০০ মানুষ মারা গেছেন।

২০১৮ সালে রাজধানী লিমার উপকূলীয় মহাসড়কের পাশে পাহাড় থেকে পড়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়।

দক্ষিণ আন্দিজের সেতু থেকে নদীতে পড়ে ২০১৭ সালের নভেম্বরে ২০ জন বাসযাত্রীর মৃত্যু হয়।

Link copied!