• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পাঞ্জশির ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি তালেবানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:১৪ পিএম
পাঞ্জশির ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি তালেবানের

আফগানিস্তানে বিরোধীদের সর্বশেষ ঘাঁটি পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে তালেবান। যদিও যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তালেবানবিরোধী সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)।

কাবুল দখলের তিন সপ্তাহ পর আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পাঞ্জশির পূর্ণ শক্তি প্রয়োগ করেছে তালেবান। এলাকার ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ নেওয়ার ঘোষণা দিয়ে দলটির প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, “এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশ যুদ্ধের ভয়াবহতা থেকে বেরিয়ে এসেছে।”

আল-জাজিরা জানায়, সোমবার সামাজিক মাধ্যমের ছবিতেও তালেবান সদস্যদের পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনআরএফ। গোটা উপত্যকা জুড়ে ‘কৌশলগত অবস্থান’ নিয়ে তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তাদের যোদ্ধারা।

সোমবার (৬ সেপ্টেম্বর), তালেবানের সঙ্গে যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে এনআরএফ। এছাড়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে “তালেবানকে পাঞ্জশিরে সামরিক কার্যক্রম বন্ধ করে সেনা প্রত্যাহার করতে” প্রস্তাব দেয় বিরোধীরা।

এর আগে রোববার পাঞ্জশির দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি জানায় দুই পক্ষ। দেড় হাজারের বেশি তালেবানকে আটকের দাবি করে এনআরএফ।

এছাড়া কয়েক শ তালেবানকে হত্যার কথা জানায় পাঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি। তবে এনআরএফের এসব দাবি নাকচ করে দেয় তালেবান।

Link copied!