• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৭:০৬ পিএম
পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

পাকিস্তানের আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিলকে অপহরণ করেছিল অজ্ঞাত অপহরণকারীরা। শুক্রবার রাজধানী ইসলামাবাদ থেকে অপহরণের পর কয়েক ঘণ্টার জন্য জিম্মি করে তাকে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

বিবিসি জানায়, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করে।

রাষ্ট্রদূতকন্যা সিলসিলার বয়স প্রায় ২০। শুক্রবার নিজ গাড়ি থেকেই তাকে অপহরণ করে অপহরণকারীরা। এ ঘটনাকে ‘বর্বর হামলা’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল।

কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!