• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

পাকিস্তানের জয় উদযাপন, ভারতে কাশ্মীরিদের বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৮:৪৩ পিএম
পাকিস্তানের জয় উদযাপন, ভারতে কাশ্মীরিদের বিরুদ্ধে মামলা

টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তানের ম্যাচের উত্তেজনা গ্যালারি ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। তবে বিপত্তি বেঁধেছে ভারতশাসিত কাশ্মীরে।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের কারণে জম্মু-কাশ্মীরের দুইটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেছে পুলিশ। আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) এই মামলা দায়ের হয়।

ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীরের অংশ থাকলেও এর সম্পূর্ণ কর্তৃত্ব দাবি করে দুপক্ষ। ৯০ এর দশকে ভারত-শাসিত কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

কাশ্মীরের বিদ্রোহীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে অথবা স্বাধীন রাষ্ট্রের দাবি করে প্রায় সময়। আর পাকিস্তানও বিভিন্ন সময় কাশ্মীরিদের পক্ষে অবস্থান জানিয়ে তাদের সমর্থন দেয়।

তাই ভারতশাসিত কাশ্মীরের একাংশ পাকিস্তানের সমর্থন করায় প্রতিবারই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সবসময়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়ের পর এ অঞ্চলে অনেকেই উদযাপন করেন।

উল্লাসকারীদের মধ্যে স্থানীয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ছিলেন। সরকারি মেডিকেল কলেজ ও শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের আবাসিক হোস্টেলের বাইরে শিক্ষার্থীদের উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়। এ ঘটনার জেরেই জাতীয় অনুভূতির অবমাননার দায়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এতে কোন প্রতিষ্ঠান বা শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি।

রবিবার (২৪ অক্টোবর) রাতে বিশ্বকাপের সুপার-১২ এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পাকিস্তান ১০ উইকেটের ব্যবধানে হারায়।

ভারতের পরাজয়ের জেরে পশ্চিম পাঞ্জাব রাজ্যেও কাশ্মীরি ছাত্রদের ওপর হামলা হয়। এছাড়াও অনলাইনে বিদ্বেষের মুখে পড়েন ভারতের ক্রিকেট দলের মুসলিম খেলোয়ার মোহাম্মদ সামি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!