• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

পাকিস্তানি কোস্টগার্ডের গুলিতে জেলের মৃত্যুতে ক্ষুব্ধ ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৭:৪০ পিএম
পাকিস্তানি কোস্টগার্ডের গুলিতে জেলের মৃত্যুতে ক্ষুব্ধ ভারত

ভারতের গুজরাটের সমুদ্রসীমায় মাছ ধরতে গিয়ে পাকিস্তানি কোস্টগার্ডের গুলিতে নিহত হয়েছে এক ভারতীয় মৎস্যজীবী। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দুদেশের সরকার।

এনডিটিভি জানায়, শনিবার জলপরী নামের একটি নৌযানে করে সাতজন মৎস্যজীবী সাগরে মাছ ধরছিলেন। এসময় ওখার কছে পাকস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সির (পিএমএসএ)রক্ষীরা নৌকা লক্ষ্য করে গুলি চালায়।

এসময় এক মৎস্যজীবীর মৃত্যু হয়। আহত হয় আরেকজন। রোববার নিহতের মরদেহ ওখা বন্দরে নিয়ে আসা হয়। নভি বন্দর পুলিশ থানায় এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতীয় কূটনীতিকদের দাবি করছেন মনে করেন, ভারত সহনশীল পররাষ্ট্রনীতি গ্রহণ করায় এর সুযোগ নিচ্ছে পাকিস্তান। এতে
পাকিস্তানের আগ্রাসী মনোভাব দেখছেন তারা।

আর পাকিস্তানের দাবি ভারতীয় নৌকাটি তাদের জলসীমায় প্রবেশ করে। ফাঁকা গুলি চালিয়ে সতর্ক করলেও তারা পিছু হটেনি। তাই নৌকা লক্ষ্য করে গুলি চালায় কোস্টগার্ড।

ওখা সমুদ্রসীমায় এর আগেও ভারতীয় মৎস্যজীবীদের আটক করে পাকিস্তান। ফেব্রুয়ারিতে ২৭০ জন ভারতীয় জেলে ও ৪৯ জন বেসামরিক পাকিস্তানের আটক হয়। শনিবারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিকভাবে আলোচনা হবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!