• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

পশ্চিমবঙ্গে হামলার আশঙ্কা, পুলিশের ছুটি বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৫:১২ পিএম
পশ্চিমবঙ্গে হামলার আশঙ্কা, পুলিশের ছুটি বাতিল

ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার আশঙ্কা বেশ কয়েকটি অঞ্চলে উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ১৫ দিন এই সতর্কতা জারি থাকবে।

মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর থানা থেকে এই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী ১৫ দিনের জন্য সেসব থানার সব পুলিশ সদস্যের ছুটিও বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদেরও নিজ নিজ কর্মস্থলে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাওবাদীরা কয়েকটি এলাকায় হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে থানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কা রয়েছে। 

আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের ক্যাম্পেও আক্রমণ করা হতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গে দুই মাওবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিশোধ হিসেবে হামলার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি পুলিশের।

বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে সম্প্রতি স্থলমাইন উদ্ধার করা হয়। এর পর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন।

এছাড়া মাওবাদী সমর্থিত দলগুলোর ডাকা অবরোধেও অনেকে যোগ দেন। তাই বিপদ আসন্ন জেনেই সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!