• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পশ্চিমবঙ্গে ফুচকা খেয়ে ৮০ জন অসুস্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২২, ১১:২৪ এএম
পশ্চিমবঙ্গে ফুচকা খেয়ে ৮০ জন অসুস্থ

প্রতিবছর ভারতে খাদ্যে বিষক্রিয়া থেকে মৃত্যু হয় অনেক মানুষের। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার এক ফুচকাওয়ালার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৮০ জন।

হিন্দুস্তান টাইমস জানায়, বিষক্রিয়ার ঘটনায় হাড়োয়া গ্রামে আতঙ্কজনক পরিবেশ‌ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়োয়ার নোয়াপাড়া এলাকায় এক ফুচকাওয়ালার কাছ থেকে খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েছেন অনেক গ্রামবাসী। তাদের মধ্যে শিশুরাও রয়েছে।

অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে।

সোমবার গভীর রাত পর্যন্ত খাদ্যে বিষক্রিয়ায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে পেটব্যথা, বমিসহ নানা উপসর্গ দেখা গেছে।

হাসপাতালে আসার পর আরও অসুস্থ হয়ে পড়েন অনেকে। ফলে গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। কুলগাছি গ্রামীণ হাসপাতাল ও হাড়োয়া হাসপাতালে অনেককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে তাদের স্যালাইন দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

Link copied!