৩০ অক্টোবর উপনির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গের কোচবিহারে। তবে দুর্গাপূজা শুরুর আগেই সহিংসতায় রক্তাক্ত হল দিনহাটায়।
রবিবার রাতে নির্বাচনী সহিংসতায় দিনহাটায় দুই জন নিহত হয়। সংঘর্ষে আহত হয়েছে আরও পাঁচ জন। এ পর্যন্ত ১১ জনকে আটক করেছে পুলিশ
নিহতরা সবাই তৃণমূল কর্মী ছিলেন বলে জানা গেছে। যদিও দলীয় কোন্দলের জেরেই এই সংঘর্ষ বাধে বলে অভিযোগ উঠেছে।
কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সংবাদমাধ্যমকে জানান, রোববার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মরাকুঠি গ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে। স্থানীয় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই গুলি চলে।
যদিও স্থানীয় তৃণমূল নেতা নুর আলম বলেন, “নির্বাচনে যারা তৃণমূলকে জয়যুক্ত করেছে, তাদের ওপর বিজেপির দালালরা হামলা করেছে। এমএলএ-এর লোকদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।”
তবে এই সংঘর্ষে তৃণমূলের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।