উচ্চ ও নিম্ন কক্ষবিশিষ্ট বিধানসভা গঠনের প্রস্তাব পাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই বিধানসভা বর্ধিত করার পরিকল্পনা জানায়।
ভয়েজ অব অ্যামেরিকা খবরে জানা গেছে, মঙ্গলবারের (৬ জুলাই) সভায় দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হয়েছে তৃণমূলের আনা প্রস্তাবটি। সম্প্রতি বিধান সভায় তৃণমূল বিপুল ভোটে জয় পাওয়ার পর বিধান পরিষদ পুনর্গঠনের ব্যাপারটি সামনে আসে। ভোটের আগেই এ বিষয়ে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার সবশেষ অধিবেশনে দ্বিতীয়ার্ধে এই বিল পেশ করে তৃণমূল সরকার। বিজেপি নেতারা এর তীব্র বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বিধান পরিষদ পুনর্গঠনের পক্ষে।
তৃণমূল নেতারা জানান, ১৯৫২ সালে সংবিধান অনুযায়ী বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত হলেও ১৯৬৯ সালে তা বাতিল করা হয় হয়। তাই সংবিধান মেনে বিধান পরিষদ পুনর্গঠনের কোনো আপত্তির থাকার কারণ নেই।
তবে প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই পরবর্তীতে এই বিল আটকে দেওয়া হবে।