• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ট্রেনে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৮:১৮ পিএম
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ট্রেনে আগুন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) সরকারী চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ব্যাপক বিক্ষোভ চলছে ভারতে। এর জেরে বুধবার বিহারে একটি ট্রেনের বগিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

হিন্দুস্তান টাইমস জানায়, গত কয়েকদিন ধরেই আরআরবির অনিয়ম নিয়ে বিক্ষোভে করছেন চাকরিপ্রার্থীরা। এ ঘটনায় বিহারের একাংশে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে।

বুধবার বিক্ষোভের সময় জেহানাবাদ স্টেশনে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠে। এছাড়াও ভাগলপুরেও রেল চলাচল বন্ধের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।

গয়ায় বিক্ষোভকারীদের পুলিশ হটানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।

আরও কয়েকটি ট্রেনে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। যদিও ট্রেনে সেসময় কোনও যাত্রী ছিল না। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান গয়ার স্পেশাল পুলিশ সুপার (এসএসপি) আদিত্য কুমার। বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়াও চাকরিপ্রার্থীদের অভিযোগ শোনার জন্য কমিটি গঠন করা হয়েছে। সমাধানের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Link copied!