• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা, বন্যায় ৯ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৪:৩৫ পিএম
নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা, বন্যায় ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি ঘূর্ণিঝড় আইডার প্রভাবে আকস্মিক বন্যা ও টর্নেডোতে এ পর্যন্ত অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানায় বিবিসি।

খবরে বলা হয়, এখনো রাজ্যের অনেক বাসিন্দা টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে ঘরে আটকা পড়ে আছেন। এএফপি জানায়, নিউইয়র্কে এক বাড়ির বেসমেন্টে আটকা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। নিউজার্সিতে বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়িতে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

বিরূপ আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নর। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও এই দুর্যোগকে ‘ঐতিহাসিক আবহাওয়ার বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।

এদিকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টায় ৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নিউইয়র্ক সিটি সাবওয়ের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন রাস্তা সড়কে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কিছু ফ্লাইটও স্থগিত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিভিন্ন এলাকার সাবওয়ে স্টেশন ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়কে।

Link copied!