• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

নানা আয়োজনে নাইন ইলেভেন স্মরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:৫৯ পিএম
নানা আয়োজনে নাইন ইলেভেন স্মরণ

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার ২০ তম বার্ষিকী পালন হল শনিবার (১১ সেপ্টেম্বর)। ২০০১ সালের এই দিনে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদা যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ চারটি স্থাপনায় একযোগে বিমান হামলা চালায়। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান।

প্রতিবছরের মত টুইন টাওয়ার তথা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপের ওপর গড়ে তোলা স্মৃতিসৌধ গ্রাউন্ডে জিরোতে নিহতদের স্মরণে ঘণ্টা বাজিয়ে শুরু হয় আয়োজন। এরপর কিছুক্ষণ নীরবতার পালন করেন উপস্থিত সবাই।

নিহতদের স্বজনদের সঙ্গে গ্রাউন্ড জিরোতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। এছাড়াও অপর দুই হামলাস্থল পেন্টাগন ও পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভ্যালির ময়দানেও জড়ো হন দর্শনার্থী ও নিহতদের স্বজনরা। দেশজুড়ে নানা আয়োজনে নাইন ইলেভেনের স্মরণে শোক পালন করেন সবাই।

এর আগে শুক্রবার রাতে নাইন ইলেভেনের বর্ষপূর্তির আগে শোক প্রকাশ করে ভাষণ দেন জো বাইডেন। মার্কিন নাগরিকদের প্রতি ভিডিও বার্তায় বাইডেন বলেন, “হামলায় যারা নিহত হয়েছেন এবং হামলার পর উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। …সন্ত্রাসী হামলার মুহূর্তটি পেরিয়ে গেলেও প্রতি বছর সেই ঘটনার স্মরণ সেই বেদনাকে ফিরিয়ে আনে। মনে হয় যেন কয়েক সেকেন্ড আগেই দুঃসংবাদটা এল।”

হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঐক্যে আঘাত করলেও তারা ভেঙে যায়নি উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাইডেন বলেন, ‘ঐক্যই আমাদের বড় শক্তি।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!