• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নাইজেরিয়ায় ১৪০ শিক্ষার্থী অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:২৭ পিএম
নাইজেরিয়ায় ১৪০ শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ার কাদুনা রাজ্যের বেথেল ব্যাপ্টিস্ট স্কুলের হোস্টেল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে জঙ্গিরা। স্কুলের কর্মকর্তা জানান, জঙ্গিদের আস্তানা থেকে ২৫ জন শিক্ষার্থী পালিয়ে আসতে পেরেছে। এ পর্যন্ত এক শিক্ষিকাসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। 

আল-জাজিরার খবরে বলা হয়, স্কুলের হোস্টেলে প্রায় ১৮০ জন মতো শিক্ষার্থী ছিল বলে জানায় কর্মকর্তারা। শিক্ষার্থী রাতে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় হামলা করে জঙ্গিরা। তবে শিক্ষার্থীদের কোথায় আটকে রাখা হয়েছে তা জানা যায়নি।

ডিসেম্বের থেকে নাইজেরিয়ার অঞ্চলটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে স্থানীয় জঙ্গিরা। এই অঞ্চলে অপহরণের দশম ঘটনা এটি। আবাসিক স্কুলটির পাশাপাশি নাইজেরিয়ার কাদুনার একটি হাসপাতালে এক শিশুসহ সাত কর্মীকেও তুলে নিয়ে যায় বন্দুকধারীরা।

Link copied!