• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

তেল ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরায়েল বিরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৩:২৪ পিএম
তেল ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরায়েল বিরোধ

লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান যোডিয়াক ম্যারিটাইম পরিচালনায় আরব সাগরে তেল পরিবহনে নিযুক্ত ছিল এমভি মার্সার স্ট্রিট। প্রতিষ্ঠানের মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) আরব সাগরে এই তেলবাহী জাহাজে হামলায় দুইজন ক্রু নিহত হন। তাদের একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ার নাগরিক। প্রাণঘাতী এই হামলার জন্য ইরানকে দায়ী করছে ইসরায়েল।

বিবিসি জানায়, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এই ঘটনাকে ‘ইরানি সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের অন্যান্য দেশকে আহ্বান জানান তিনি।

লাইবেরিয়ান পতাকাবাহী ও জাপান মালিকানাধীন এই তেলবাহী জাহাজে হামলার দায় এখনো স্বীকার করেনি কোন পক্ষ। ধারণা করা হচ্ছে ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়েছে। 

তবে ইরানের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

Link copied!