করোনা প্রতিরোধে প্রধান হাতিয়ার এখন টিকা। আর তাই বিশ্বের অনেক দেশেই জোরেশোরে চলছে টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞরা বলছেন, টিকা একদিকে যেমন আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়, তেমনি টিকা নিয়ে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েও টিকা না নিলে দ্বিতীয়বার সংক্রমণের ঝুঁকি টিকাপ্রাপ্তদের চেয়ে দ্বিগুণ বলে প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণায়। রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিডিসি প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ২৪৬ জনের ওপর এই জরিপ করা হয়। তারা গত বছর করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে টিকা নেননি। ফলে মে-জুন মাসের মধ্যে আবারও সংক্রমিত হন সবাই।
টিকাপ্রাপ্তদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ২ দশমিক ৩৪ গুণ বেশি। তাই করোনার টিকা নেওয়ার উপযুক্ত সবাইকেই টিকা দিতে আহ্বান জানিয়েছেন গবেষকরা।