উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকা কিনতে সহায়তা করতে ২০০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক। রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ৮ কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা হলেও পরে বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আরও ১২ কোটি অর্থ যোগ করা হয়।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, কোভিড -১৯ এর টিকা ক্রয় ও স্বাস্থ্য সহায়তায় ইতিমধ্যে ৫১ টি উন্নয়নশীল দেশকে ৪০ কোটি ডলারের বেশি সহায়তা সরবরাহ করা হয়েছে। শীঘ্রই আরও ২৫ টি দেশের জন্য কয়েকশো ডলার সহায়তা দেওয়া হবে।
সাংবাদিকদের মালপাস বলেন, আফ্রিকার মোট ৪১টি দেশ থেকে সহায়তার অনুরোধ এসেছে। এসব দেশে অর্ধেকেরও কম জনগণ টিকা পেয়েছে।
তাই আগামী সপ্তাহগুলোতে আরও কিছু সহায়তা ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত করেছেন তিনি। এর আগে বাংলাদেশসহ ১৭টি দেশকে এই অর্থ দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।
এছাড়াও যৌথ বিবৃতিতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জি-২০ জোটের দেশগুলোকে ২০২১ সালের শেষ নাগাদ কমপক্ষে ৪০ শতাংশ ও ২০২২ সালের প্রথমার্ধে বাকি ৬০ শতাংশ জনগণকে টিকাদানের আহ্বান জানিয়েছে।
পাশাপাশি জোটের ধনী দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর কমপক্ষে ১০০ কোটি ডোজ টিকা দান করতে আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।