দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় একটি টিকা কেন্দ্রে ২০৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় পর টিকা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পরেও এসব স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।
টিকা কর্মসূচির দায়িত্বে থাকা মন্ত্রী খাইরি জামালউদ্দিন জানান দেশটির সেলানগর প্রদেশে এই ঘটনা ঘটে। এই করোনা পরীক্ষায় টিকা কেন্দ্রের ৪৫৩ জন কর্মীর মধ্যে ২০৪ জনেরই কোভিড পজিটিভ ধরা পড়ে।
টিকা কেন্দ্রের ৪০০ কর্মীকে টিকা দেওয়া হলেও তারা কোন প্রতিষ্ঠানের টিকা নিয়েছিলেন সে বিষয়ে কোন তথ্য জানান যায়নি।
ফাইজার, মডার্নার পাশাপাশি চীনের সিনোভ্যাকের টিকাও ব্যবহার হচ্ছে মালয়েশিয়াতে। দেশটির ১১ শতাংশ জনগণ টিকার দুই ডোজ ও ২৫ শতাংশ এক ডোজ পেয়েছেন।
করোনার ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় সংক্রমণ রোধে জুন থেকে লকডাউন চলছে মালয়েশিয়ায়।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































