• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

জেল পলাতক ফিলিস্তিনিদের আটক করল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৬:৩১ পিএম
জেল পলাতক ফিলিস্তিনিদের আটক করল ইসরায়েল

কারাগার থেকে পালানো ছয় ফিলিস্তিনির মধ্যে চারজনকে আটোক করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) তাদের আটকের খবর জানায় বার্তা সংস্থা এপি।

গত সপ্তাহে ইসরায়লের সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার থেকে পালিয়ে গিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ফিলিস্তিনি বন্দীরা। তাদের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের এক সাবেক নেতাসহ পাঁচ কর্মী রয়েছেন। হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন তারা।

কারাগার থেকে কয়েদিদের পালানোর ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ইসরায়েল। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আসামীদের ধরতে দিনরাত চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

পুলিশ জানায়, শনিবার ভোরে উম্মে-আল-গনাম শহরে একটি ট্রাক পার্কিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় ফিলিস্তিনি নেতা জাকারিয়া জুবাইদিসহ দুজনকে গ্রাপ্তার করা হয়েছে। ইসরায়েলের প্রকাশ করা ছবিতে তাকে হাতকড়া পড়া অবস্থায় দেখা গেছে।

এর আগে নাজারাত শহর থেকে অপর দুই ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি পুলিশ। পলাতক বাকি দুই আসামীকে ধরতে অভিযান চলছে।

বিবিসি জানায় পশ্চিম তীরের জেনিন শহরে কাছে অবস্থিত গিলবোয়া কারাগারটি কঠোর সুরক্ষা ব্যবস্থার জন্য ‘দ্য সেইফ’ বা সিন্দুক নামেও পরিচিত। সোমবার ভোররাতে আটক ফিলিস্তিনিরা কারাগারের বাথরুমে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ দিয়ে জেলের বাইরের বের হয়ে যান।

গত কয়েক মাস ধরেই ঐ সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ইসরায়েলিরা এ ঘটনাকে “বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা” বলে অভিহিত করলেও ফিলিস্তিনিরা একে “বীরোচিত কীর্তি” বলে স্বাগত জানায়ে।

সোমবার স্থানীয় কৃষকরা কারাগারের কাছে শস্যক্ষেতের মধ্যে দিয়ে সন্দেহজন কয়েকজনকে দৌড়াতে দেখে কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরে কর্মকর্তারা কারাবন্দীদের গুণে দেখেন আটক ছয় ব্যক্তি পালিয়ে গেছেন।

Link copied!