ভারতের রাজনীতিতে উগ্র জাতীয়তাবাদ আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি সাধারণত বিজেপির নেতা-কর্মীদেরই করতে দেখা যায়। তবে এবার কংগ্রেস একই চালে বিপাকে ফেলেছে স্বয়ং বিজেপি প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
হিন্দুস্তান টাইমস জানায়, উত্তরাখন্ডে নির্বাচনের আগমুহূর্তে মোদির বিরুদ্ধে জুতা পরে মন্দিরে প্রবেশের অভিযোগ তোলা হয়েছে। দলটির নেতারা দাবি করছেন, কেদারনাথে মন্দির পরিদর্শনে গিয়ে জুতো পরে মন্দিরের মধ্যে যান তিনি। এমনকি তিনি মন্দিরে দেবতাকে পিঠ দেখিয়েছেন বলেও দাবি করছেন বিরোধীরা।
মোদি ছাড়াও সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী পুস্কর ধামি, বিজেপির রাজ্য সভাপতি মদন কৌশিকসহ অন্য বিজেপি শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মন্দিরের পবিত্রতা ভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস।
শনিবার উত্তরাখন্ডে এসে প্রথমে কেদারনাথে মন্দিরে পূজা করেন মোদি। এরপর মন্দিরের সামনে অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেন।
মন্দিরে জুতা পরার অপরাধ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন বিরোধী নেতারা। ধর্মানুভূতিতে আঘাতের প্রশ্নও তুলেছেন কেউ কেউ। কংগ্রেসের এমন তোপে এখনো কোনো মোক্ষম জবাব খুঁজে পায়নি সরকারি দল।