• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

জলবায়ু পরিবর্তন ও মহামারি মোকাবেলার প্রতিশ্রুতি জি২০’র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৯:২২ পিএম
জলবায়ু পরিবর্তন ও মহামারি মোকাবেলার প্রতিশ্রুতি জি২০’র

ইতালির রোমে রাজধানী রোমে শুরু হয়েছে ১৬তম জি২০ সম্মেলন। জলবায়ু পরিবর্তন ও করোনা মোকাবেলার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নতুন করে সচল করার প্রতিশ্রুতি এবারের মূল প্রতিপাদ্য।

মহামারির পর এই প্রথম বিশ্বের শীর্ষ নেতারা সশরীরে কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন। জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলনের আগে বৈশ্বিক উষ্ণায়নের মতো বিষয়গুলো তাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “বিশ্ব এখনও সঠিক পথে এগোচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকবেলায় উচ্চাকাঙ্খা ও দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।”

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে এবারের সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকেই। তবে মহামারির কারণে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছেন।

Link copied!