• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬
জাতিসংঘের প্রতিবেদন

‘জলবায়ু পরিবর্তন এখন মানব সভ্যতার জন্য হুমকি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৩:১৪ পিএম
‘জলবায়ু পরিবর্তন এখন মানব সভ্যতার জন্য হুমকি’

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের আন্তঃদেশিয় কমিটি ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। এতে মানব সভ্যতার জন্য জলবায়ু পরিবর্তনকে হুমকি হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে গ্রিন হাউজ গ্যাসের মতো ক্ষতিকর গ্যাসের নির্গমন অব্যহত থাকলে এক দশকের মধ্যেই বৈশ্বিক উষ্ণতার আগের সব রেকর্ড ভেঙ্গে যেতে পারে। এছাড়াও চলতি শতকের শেষ দিকে সাগর পৃষ্ঠের পানির উচ্চতাও ২ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে।

গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানোই তাপমাত্রা স্থিতিশীল রাখার একমাত্র উপায় বলে মনে করছে আইপিসিসি। বিবিসি জানায় আইপিসিসির ৪২ পৃষ্ঠার নথিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি নির্ধারকদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “আইপিসিসি প্রতিবেদনটি মানব সভ্যতার জন্য ‘কোড রেড’ সতর্কতা। আমরা সবাই একসঙ্গে কাজ করলেই জলবায়ু বিপর্যয় এড়াতে পারবো। তবে আজকের প্রতিবেদনে এটাই স্পষ্ট যে, জল্বায়ু বিপর্যয় ঠেকাতে দেরি করা মত সময় আমাদের হাতে নেই। অজুহাত দেখানোরও কোন সুযোগ নেই।”

আইপিসিসি রিপোর্টে আরও উল্লেখ করা হয়, উনিশ শতকের তুলনায় গত এক দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা এক সেন্টিগ্রেড বেড়েছে। গত পাঁচ বছরের গড় তাপমাত্রা ছিল ১৮৫০ সালের পর সর্বোচ্চ। সম্প্রতি সাগরের পানির উচ্চতা ১৯০১ থেকে ১৯৭১ সালের তুলনায় তিনগুণ বেড়েছে।

বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, ১৯৫০ সালের পর সবচেয়ে বেশি দাবদাহ দেখা গেছে সাম্প্রতিক সময়ে। এছাড়াও আর্কটিক সাগর আর মেরু অঞ্চলের বরফ গলনের পেছনে ৯০ ভাগ কারণই মানবসৃষ্ট বলে প্রমাণ পেয়েছে আইইসিসি।

Link copied!