• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

চীনে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৫:১৪ পিএম
চীনে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় (বুধবার পর্যন্ত) চীনে নতুন করে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ বছরের জানুয়ারির পর এটিই দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

গত বছর দেশটিতে করোনা সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এলেও করোনার ডেলটা ধরনে এ বছরের শুরু থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। 

জুলাই মাস থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৫০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (৪ আগস্ট) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।

চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এই ভাইরাস। 

জিয়াংসু প্রদেশের নানজিং শহরের বিমানবন্দর থেকে গত মাসে দেশের বিভিন্ন প্রান্তে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!