ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। বিবিসি জানায়, খারকিভের ফ্রিডম স্কোয়ারে রাশিয়ার হামলায় বিশাল এক বিস্ফোরণ ঘটেছে।
ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের আঞ্চলিক সরকারের সদর দপ্তরে আঘাত হানে। টুইটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
এ হামলায় সেখানকার একটি অপেরা হাউস, কনসার্ট হল ও সরকারি অফিসে বিধ্বস্ত হয়েছে। উদ্ধার কর্মীদের মতে, খারকিভের কেন্দ্রীয় চত্বরে ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে।
বিবিসি ছবিতে উদ্ধারকারীদের ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ভবন থেকে ধ্বংসাবশেষ অপসারণ করতে দেখা গেছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তথ্যমতে, ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায় ১২ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
ইন্টারফ্যাক্স-ইউক্রেন নিউজ এজেন্সির বরাতে এসব খবর জানিয়েছে বিবিসি। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।







-20251029103315.jpeg)



























