২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গ্রেপ্তারের সময় শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের বর্বর নির্যাতনে মারা যান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। হাতকড়া পরানোর সময় গলায় হাঁটু গেড়ে বসেছিলেন সেই পুলিশ সদস্য। ফলে শ্বাসরোধ হয়ে মারা যান ফ্লয়েড।
এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। কৃষ্ণাঙ্গ নির্যাতন বন্ধের দাবিতে শুরু হয় ব্ল্যাক লাভস ম্যাটার আন্দোলন। পুলিশের আচরণ নিয়ে আওয়াজ তোলে বিভিন্ন সংগঠন।
জর্জের মৃত্যুর প্রায় দুই বছর পার যেনএকই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চলেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এক পুলিশ সদস্য। হিন্দুস্তান টাইমস জানায়, কলকাতার এক্সাইড মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে পুলিশ।
মাটিতে ফেলে সেই যুবককে উপর্যুপুরি লাথি মারেন এক পুলিশ কর্মকর্তা। পরে বুকে এরপর হঠাৎ সেই যুবকের বুকের ওপর পা দিয়ে তাকে যেন পিষে ফেলতে চাইলেন তিনি। যদিও পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে মারধোরের এই দৃশ্য। সমালোচনার ঝড় উঠেছে ভারতজুড়ে। অনেকেই এই ঘটনার সঙ্গে জর্জ ফ্লয়েডের ওপর পুলিশের নির্যাতনের তুলনা করছেন।
অপরাধিকে ধরতে গেলে ধস্তাধস্তি হতে পারে। তবে পুলিশের থেকে এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছেন সবাই। আইনরক্ষার নিয়োযিতদের আইনবহির্ভূত কাজ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলও।
রাজ্যের আইনশৃঙ্খলা ও মানবাধিকারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অপরাধের পরিবর্তে অপরাধীর প্রতি ঘৃণ্য আচরণ পুলিশকেই অপরাধী করেছে বলছেন নেটিজেনরা।