• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ অস্ত্রধারী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১১:৪৭ এএম
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ অস্ত্রধারী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ অস্ত্রধারী নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) অঞ্চলটির সোফিয়ান জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে দুই অস্ত্রধারী নিহত হন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।

এদিকে গত এক সপ্তাহে অস্ত্রধারীদের গুলিতে অন্তত ৭ জন বেসামরিক সদস্য নিহত হয়েছেন।  ঘটনায় নিরাপত্তা বাহিনী সহস্রাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

চলতি সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র অফিসারসহ ৫ সেনা নিহত হন।

এছাড়াও সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও বান্দিপোরা জেলায় এনকাউন্টারে ২ দুর্বৃত্ত নিহত হন। পাশাপাশি বান্দিপোরা জেলার হাজিন এলাকায় এনকাউন্টারে লস্কর-ই-তাইবার এক সদস্য নিহত হন।

Link copied!