• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:১২ পিএম
কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এতে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এই বিস্ফোরণের তথ্য জানায় বার্তাসংস্থা এপি।

এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বিমাবন্দরের বাইরে একটি খালের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে।

১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখল পর থেকেই হাজার হাজার মানুষ বিদেশি বিমানে দেশ ছাড়ার চেষ্টায় আছেন। প্রতিদিনই ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে।

এর আগে গোলাগুলি ও পদপিষ্ট হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়।

কয়েক দিন ধরেই পশ্চিমা দেশগুলো কাবুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে আসছিল।

বৃহস্পতিবারের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!