যুক্তরাষ্ট্রের সতর্কতার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ খবর জানায় বিবিসি।
বিবিসি জানায়, বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক ভবনে আঘাত হানে রকেটটি। এতে এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। তবে বিমানবন্দরে কোনো ক্ষয়ক্ষতি বা হামলার খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের শেয়ার করা ছবিতে বিমানবন্দরের কাছে ভবনগুলোর ওপরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
এর আগে কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন সেনা কমান্ডারদের বরাতে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববারের মধ্যেই আফগানিস্তানের হামিদ কারজাই বিমানবন্দরে এই হামলা হতে পারে বলে দাবি করেছিলেন বাইডেন। এছাড়া মার্কিন নাগরিকদের ‘সম্ভাব্য হুমকির’ কারণে বিমানবন্দরের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিমানবন্দরের কাছে আরেকটি আত্মঘাতী হামলায় তালেবান, মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের আফগান সদস্য, আইএস-কে এই হামলার দায় স্বীকার করে।





































