তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গনি বারাদার কাবুলে পৌঁছেছেন। বিশ্বস্ত সুত্রের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। আবদুল গনি বারাদার ছাড়াও তালেবানের সহসংগঠন হাক্কানি নেটওয়ার্কের নেতাদেরও দেখা গেছে রাজধানীতে।
বিদ্রোহীরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার কাতার থেকে কান্দাহারে যান বারাদার। প্রায় ১০ বছর নির্বাসনে থাকার পর শনিবার রাজধানী কাবুলে আসেন তিনি।
এর আগে রয়টার্স জানায়, নতুন সরকারের নেতৃত্বেও দেখা যেতে পারে আবদুল গনি বারাদারকে। আর শনিবার (২১ আগস্ট) তালেবান সুত্রের বরাতে এএফপি জানায়, সরকার গঠন নিয়ে আলোচনা করতেই কাবুলে পৌঁছেছেন তিনি।
আফগান বার্তা সংস্থা শাফাকনা জানায়, তালেবান নেতা ও রাজনীতিবীদদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকার গঠনে আশাবাদী দলটি।
আগের সরকারের কর্মকর্তাসহ সকল আফগান পক্ষকে নিয়ে নতুন সরকার গঠন হবে বলে জানান তালেবানের মুখপাত্র সোহেল শাহিন।
রোববার (১৫ আগস্ট) ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতয়ায় ফিরে তালেবান। এরইমধ্যে বিদ্রোহীরা জানিয়েছে দেশটির পরিবর্তিত নাম হবে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান। আর গণতন্ত্র নয় ইসলামি শরিয়াহ আইনেই চলবে দেশ।