• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

কাবুলে হাসপাতালে হামলায় নিহত ১৯, আহত ৫০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৭:১৩ পিএম
কাবুলে হাসপাতালে হামলায় নিহত ১৯, আহত ৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় অর্ধশত মানুষ।

প্রত্যক্ষদর্শী ও তালেবান জানায়, মঙ্গলবার বিকেলে হাসপাতালটির প্রবেশপথের কাছে দুটি বিস্ফোরণ ঘটে। এছাড়াও হাসপাতালের ভিতরে গুলি চালানোর খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, ১৯টি মরদেহ ও আহত ৫০ জনকে কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর এটি আফগানিস্তানের সর্বশেষ হামলার ঘটনা।

গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী তালেবান গোষ্ঠী। তবে অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের লড়াইয়ের কারণে এখনও দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামিক স্টেটের স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএস-কে ধারাবাহিকভাবে হামলার চালিয়ে আসছে কাবুলসহ বিভিন্ন অঞ্চলে। যদিও মঙ্গলবারের হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

Link copied!