• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:০৯ এএম
করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

ইউরোপীয় দেশ উত্তর মেসিডোনিয়ার করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন রোগী নিহত হয়েছেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার দেশটির তেটোভো শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেন। নিহতের  সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

টুইট বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেখেন, “এ পর্যন্ত আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন। আহতদের বাঁচাতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন।”

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের পশ্চিম অংশে অবস্থিত ওই হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, ২০২০ সালে করোনা রোগীদের সেবায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ১ লাখ ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ১৫৩ জন।

ম্যাকাডোনিয়া বা মেসিডোনিয়া গ্রিসের উত্তরে অবস্থিত। দেশটি লিবারেল কমিউনিজমের ভিত্তিভূমি হিসেবে পরিচিত যুগোস্লাভিয়ার অংশ ছিল। ১৯৯২ সালে মেসিডোনিয়া এক গণভোটে দেশটি যুগোস্লাভিয়ার ফেডারেশন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে। দেশটিতে মাত্র ২০ লাখ মানুষ বাস করে।

Link copied!