মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনা আর ব্যর্থতার জেরে দেশজুড়ে বিক্ষোভের মুখে বরখাস্ত হলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসি।
দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সাময়িকভাবে পার্লামেন্ট স্থগিত করেছেন। সোমবার (২৬ জুলাই) বিবিসি জানায়, গত কয়েক মাস ধরেই করোনা পরিস্থিতি নিয়ে তিউনিসিয়ার জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।
রোববার দেশটিতে সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।
সহিংস বিক্ষোভের পরই জরুরি বৈঠক ডাকেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। পরে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্তের ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রীর বরখাস্তের খবরে আনন্দ মিছিল বের করে সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট কায়েস সাঈদকেও যোগ দিতে দেখা গেছে।