বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনায় ৬ লক্ষ মৃত্যুর রেকর্ড গড়ল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একে ‘ভয়াবহ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মহামারি মোকাবেলায় প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগের মাঝেই মৃত্যুর রেকর্ড গড়ল দেশটি। এই খবর দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভ আরও উস্কে দিবে বলেই ধারণা করা হচ্ছে।।
আল-জাজিরা জানায়, সংক্রমণ শুরুর পর থেকেই লকডাউন ও অন্যান্য স্বাস্থ্য সতর্কতার প্রতি সরকারের উদাসীনতা ও টিকা কার্যক্রম শুরুতে বিলম্বের কারণেই দেশটিতে বিপর্যয়ের সৃষ্টি হয়। এপ্রিল থেকে ব্রাজিলের সিনেট কমিটি সরকারের অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছে।
এদিকে অনিয়মের অভিযোগে গত কয়েক মাস ধরেই বিক্ষোভের মুখোমুখি হচ্ছে সরকার। সরকারের করোনানীতির সংস্কার ও বলসোনারোর অভিশংসনের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ।
অন্যদিকে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ অতিক্রম করলেও সংক্রমণ হার হ্রাস পাচ্ছে দেশটিতে। দেরিতে হলে টিকা কর্মসূচীর সুফল পেতে শুরু করেছে ব্রাজিলবাসী। ব্রাজিলের ৭০ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।
এর আগে জুন মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনায় ৬ লাখ মৃত্যুর রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র।