• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এবার সাইপ্রাসেও দাবানলের তাণ্ডব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৩৪ পিএম
এবার সাইপ্রাসেও দাবানলের তাণ্ডব

যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ে গেছে ৫০ বর্গকিলোমিটার এলাকা। 

আল-জাজিরা জানায়, এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সরকার।

ইতিমধ্যে ১০টি এলাকার জঙ্গল ও পার্বত্য এলাকায় আগুণ ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসের কারণে লিমাসোল, আরকাপাস, লারনাকাস থেকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি কানাডা, যুক্তরাষ্ট্র ও সাইপ্রাসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে। এরপরই বিভিন্ন রাজ্যে দাবানল শুরু হয়।

Link copied!