• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইয়েমেনে সরকারী বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:১৯ পিএম
ইয়েমেনে সরকারী বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮০

ইয়েমেনের কৌশলগত শহর মারিবের হুতি বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৮০ জন নিহত হয়েছে। সামরিক সূত্রের বরাতে বুধবার এএফপি এই খবর জানায়।

বুধবার (৮ সেপ্টেম্বর) সরকারি বাহিনীর এক কর্মকর্তা জনান, “গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়াও ৪৮ ঘণ্টায় সংঘর্ষে সরকারি বাহিনীর ১৮ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।”

২০১৪ সালে রাজধানী সানা আক্রমণ করে ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। পরে সৌদি জোটের সহায়তায় ২০১৫ সালের মার্চে পুনরায় ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি। এরপর থেকেই সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ শুরু হয়।

ইয়েমেনের সেনাবাহিনী হতাহতের ঘটনা নিশ্চিত করলেও হুতি বিদ্রোহীরা কোন তথ্য প্রকাশ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা আরও জানান, মারিব প্রদেশে গত কয়েকদিন ধরেই ইয়েমেনে সৌদি জোট সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে।

Link copied!