ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ততম মার্কেটে বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৬০ জন।
হতাহতদের অনেকেই ঈদের কেনাকাটা করছিলেন। আল-জাজিরা জানায়, নিহতদের মধ্যে ৮ জন নারী ও ৭ শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থলে অনেক মানুষের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ঈদের আগের দিন এমন এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে নিন্দা জানান। এছাড়া হতাহতদের প্রতি শোক জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস।










-20251029103315.jpeg)























